মাস্টারিং ইয়োর লাইফ
ফলো ইয়োর হার্টস
লেখক : মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন (কোচ কাঞ্চন)
প্রকাশনী : হিয়া প্রকাশনী
বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন
পৃষ্ঠা : ৮২, কভার : হার্ড কভার,
সংস্করণ : 1st Published, 2021
ভাষা : বাংলা
উপদেশমূলক একটি বই। যা সবার জন্য প্রযোজ্য এবং অনেক কিছু শেখার আছে।
Syed Mehdi Hossain
Rokomari verified buyer
বইয়ের মূলকথা
জীবনের মানে কি?
হুম এমন একটি অধ্যায়েই সূচনা হয়েছে বইটি।ভিন্নভাবে জীবনের মানে খোঁজার চেষ্টা হয়েছে।বিজনেস বুঝলাম,প্রযুক্তি বুঝলাম,প্যারালাল ইউনিভার্স বুঝলাম,মেশিন লার্নিং বুজলাম এভাবে কত কিছুই প্রতিদিন শিখছি জানছি কিন্তু বুঝিনা শুধু লাইফ।তাইতো আমাদের ভেতরে বিশাল এক শূন্যতার ব্লাকহোল।ভেতরের শূন্যতা পূর্ণ করতে,জীবন সম্পর্কে ভাবনার জগতটা পাল্টে দিতেই মাস্টারিং ইয়োর লাইফ বইয়ের সূচনা।
সবাই আমরা উর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছি। দম নেয়ার সময়ও যেন নেই। এই দৌড় থামতে থামতে আমরা কবরে গিয়ে পৌঁছাই। সময়ের সমুদ্রে বাস করি কিন্তু নিজের জন্য সময় নেই। জীবন বোঝার টাইম নাই। ম্যাথের সমীকরণ, বিজ্ঞানের সব তত্ত্ব, ক্যামেস্ট্রির জটিল সব বিক্রিয়া, মেশিন লার্নিং কিংবা সফটওয়্যারের নানামুখী ব্যবহার সবই আমরা বুঝি। শুধু বুঝি না লাইফ। এ যেন বিদ্যে বোঝাই বাবু মশাই’র ষোল আনাই বৃথা। জ্ঞানের একক হচ্ছে জীবন দৃষ্টি। জীবন দৃষ্টি ঠিক না থাকলে ক্ষমতা, সম্পদ, অর্থ সব থাকার পরও নিজেকে শূন্য লাগবে। অন্যের চোখে আমরা জীবনে সফল বা ব্যর্থ যাই হই না কেন জীবন সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাইরের জগতটা ভেতরের জগতের প্রতিফলনমাত্র। ভেতরটা অগোছালো রেখে বাইরেরটা কীভাবে গোছাবো? মিথ্যে শো অফ নয় আমাদের সত্যিকারের সার্থক জীবন চাই। এই বই আপনাকে সফলতার দৌড়ে দূর্বার গতিতে এগিয়ে যাওয়ার কথা বলবে না। বরং আপনাকে থামিয়ে দিবে। কিছুক্ষণের জন্য ব্রেক এনে দিবে। বলবে অনেক হয়েছে এবার একটু থামুন!!! দৌড়াবার আগে লাইফটা বুঝে নেই, কিসের আশায় কেন দৌড়াচ্ছি? সবাই শুধু জীবনে বড় হওয়ার মন্ত্র শেখায় কিন্তু সুন্দর করে জীবনটা যাপনের পথ কেউ খুঁজে দেয় না। জীবনে সফল হবার চেয়ে সফলভাবে জীবন যাপন করতে জানাটা জরুরি। পিছিয়ে গেলে কেউ পাত্তা দেয় না, হেরে গেলে সবাই দূরে সরে যায়। কিন্তু আমিতো আমাকে ফেলে যেতে পারি না। আমার আমিকে নিয়ে কীভাবে চলবো বন্ধুর পথগুলো ? এই বইটি নিজের ভেতরের সেই একান্ত কথাগুলোই বলেছে। জীবন সম্বন্ধে ভিন্ন কিছু দৃষ্টিভঙ্গী তুলে ধরতে চেয়েছে। এ যেন নিজের সাথেই নিজের কথা বলা এবং বোধোদয় এর জন্ম দেয়া। বইটি পড়তে পড়তে বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে থাকা কষ্ট, হতাশা, ব্যর্থতা আর দুশ্চিন্তার বোঝাটা নিমিষেই কোথায় যেন উধাও হয়ে যায়। ভাবনার জগতে নতুন একটা রাজ্যের সন্ধান মেলে, ধন, সম্পদ ছাড়াই নিজেকে প্রাচুর্যময় লাগে। এ বই পাঠকের মনের বন্ধ দরজা খোলার চাবি হাতে তুলে দিবে।
লেখক প্রসঙ্গে

কোচ কাঞ্চন। লেখক, উদ্যোক্তা ও হ্যাপিনেস কোচ। কেউ কেউ লেখার জন্য লেখেন, কিছু লেখক জীবনকে উপলব্ধি করে লেখেন। কোচ কাঞ্চন দ্বিতীয় জনরার লেখক; যিনি জীবনের কথা বলেন, জীবনকে নিয়ে ভাবার কথা বলেন। তার লেখনী প্রেরণা দেয়, আর সবচেয়ে বেশি দেয় বেঁচে থাকার এবং নিজেকে শত প্রতিকূলতা থেকে ঊর্ধ্বে তুলে ধরার শক্তি। অ্যাওয়ার্ড উইনিং উদ্যোক্তা, বাংলাদেশের স্বনামধন্য অর্গানিক ব্র্যান্ড ন্যাচারালস-এর ফাউন্ডার কোচ কাঞ্চন। দেশের গণ্ডি পেরিয়ে বিজনেসকে নিয়ে গেছেন বহির্বিশ্বে। বাংলাদেশি গ্লোবাল ব্র্যান্ড গড়ে তোলার মিশনে ছুটে চলেছেন দেশ-বিদেশে। তার ১৫ বছরের ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতার আলোকে রচিত বই বিজনেস ব্লুপ্রিন্ট। নিজের গল্প আর অভিজ্ঞতাকে অন্যের সাথে ভাগাভাগি করে নেওয়ার দুঃসাহসিক প্রয়াস থেকেই লেখক হিসেবে আত্নপ্রকাশ। শুরুটা হয়েছিল ‘রিস্টার্ট ইয়োর লাইফ’ দিয়ে। পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের অভিভূত সাড়া, ভালোবাসায় লেখকরূপে নিয়মিত হওয়া। তারপর লিখলেন মাস্টারিং ইয়োর লাইফ। ‘বিজনেস ব্লুপ্রিন্ট’ তার তৃতীয় বই। লিখে আনন্দ পান। সবচেয়ে তৃপ্তি পান যখন কেউ তার লেখায় অনুপ্রাণিত হন, লাইফে ঘুরে দাঁড়ানোর মিশন হাতে নেন। কোচ কাঞ্চন বিশ্বাস করেন, ভালোবাসা ও সুখ ভিতরে রাখতে নেই, তাকে ছড়িয়ে দিতে হয়। এতে সুখের অনুভূতি আরো দৃঢ় হয়।
"I am specializing in marketing people's hard times happier through my revolutionary EMPOWER model. Helping Bangladeshi Entrepreneurs supercharge their growth, scale their ventures, and build remarkable 8 or 9 figure business. “
