.st0{fill:#FFFFFF;}

মশার কামড়ে মরছে হাতি, বাঁচবেন না আপনিও! 

 July 3, 2025

By  theabdulhakim

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর প্রাণী কোনটি?
বাঘ
ভাল্লুক
সিংহ?
সাপ
না, হাতি?

ভুল!
উপরের একটাও না।

গ্লোবাল ডেথ স্টাটিস্টিকস দেখলে আপনার মাথা ঘাবড়ে যাবে:

প্রাণী—– বছরে গড় মৃত্যু (প্রতিজন)
সিংহ—– ১০০
বাঘ —– ৫০
হাঙর —- ১০
সাপ —– ৫০,০০০
মানুষ —- ৪,৭৫,০০
মশা —— ৭,২৫,০০০+

হ্যাঁ। প্রতি বছর ৭ লক্ষের বেশি মানুষ মারা যায় মশাবাহিত রোগে।
ছোট্ট একটা প্রাণী। প্রায় চোখেই পড়ে না।
কিন্তু এক কামড়েই নীরব মৃত্যু।

আর মশার পর ২য় স্থানে আছে মানুষ ( মানুষের হাতেই প্রতিবছর এত মানুষ মারা যায়, এতটাই হিংস্র আমরা!!! )

এখন প্রশ্ন হলো,
আপনার জীবনেও কি কিছু ‘মশা’ আছে, যা প্রতিদিন কামড় দিচ্ছে? কিন্তু আপনি টেরই পাচ্ছেন না।

প্রথমে ডোপামিন, তারপর অভ্যাস, তারপর… ধ্বংস?
Mosquito Decisions = Massive Destruction

মশার মতো কিছু সিদ্ধান্ত, যেগুলো দেখতে ছোট কিন্তু ভিতরে বিষধর—

  • আজকে একদিনইতো ফাস্ট ফুড খাই।
  • আর ২ মিনিট স্ক্রল করি
  • কালকে থেকে জিম জয়েন করব
  • একটু মিথ্যে বললে কী হবে?
  • একটা নেগেটিভ চিন্তায় কি এমন ক্ষতি?

একদিনে কিছু হয় না।
১০০ বা এক হাজার দিন পরে—জীবনটাই আর আগের মতো থাকে না।

একটা ভুল চয়েস = সমস্যা না
১০০০ ভুল চয়েস = নিয়তির ক্যান্সার

প্রতিদিন এক গ্লাস কোলা,
এক্সারসাইজ বাদ,
রাতে সাড়ে ৩টায় ঘুম

১ বছর পরে:
+১২ কেজি ওজন
+ডায়াবেটিসের যন্ত্রনা
+নিদ্রাহীন ক্লান্তি
কেন? একটা বড় ভুল না।
৩৬৫টা ছোট ছোট মশা-চয়েস।

আপনি আসলে অলস না, আপনি মূলত অনেক মশা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ এক মানুষ।

Neuroscience Behind Mosquito Choices:
আমরা প্রতিদিন ৯৫% সিদ্ধান্ত নিই অচেতনভাবে।
Repetition → Habit → Identity → Destiny

প্রথমবার যখন আপনি নিজেকে ছাড় দেন,
তখন মস্তিষ্কের reward center রিওয়ার্ড দিয়ে বলছে,
তুমি ভালো করছো! খারাপ অভ্যাসের মজাটা সে তখন নিচ্ছে।

এটাকেই বলে Dopamine Misdirection.
আপনার ব্রেইন দিকভ্রান্ত হয়, নৈতিকতা হালকা হয় এবং পরের বার ‘না’ বলা কঠিন হয়।

কলেজের সবার প্রিয়, ভদ্র, মেধাবী ছেলে—তুষার।

একদিন বন্ধুর জোরাজুরিতে ‘স্মার্ট’ হতে গিয়ে বলল,
একটা মাত্র সিগারেট… after all, আমি তো কনফিডেন্ট।

৩০ বছর পর,
হাসপাতালের বেডে কাতরাচ্ছে!
ফুসফুস নষ্ট।
বাকি সব ঠিক ছিল।
শুধু একবার সিগারেটকে না বলা হল না।

আপনার মস্তিষ্ক ‘ছোট সিদ্ধান্ত’ কে হালকা মনে করে, কারণ তার ফল তাৎক্ষণিক হয় না। কিন্তু compound pain ক্যান্সারের মতো—
যখন বোঝেন, তখন অস্ত্রোপচারও কাজে আসে না।

আপনার মস্তিষ্ক ছাড় দেয়, কিন্তু জীবন আপনাকে ছাড় দেয় না।

দ্য সাইলেন্ট কিলার :
মশার নাম———-চেহারা————মারাত্মক ফল
Procrastinatus — কালকে করবো— স্বপ্নের লাশ
Scrollodon — আরো ৫ মিনিট—- মনোযোগের কবর
Pleasauras —না বলতে পারি না — নিজের আত্মার মৃত্যু
ভোজন রসিকাস — আর একটু খাই — ভুঁড়ি, সুস্বাস্থ্যের মৃত্যু

‘Your dreams don’t die by disaster.
They die by daily mosquito bites.’
— Coach Kanchon

মশার মতো সিদ্ধান্ত প্রতিদিন একটু করে আপনাকে খেয়ে ফেলে।
হাতির মত বিশাল স্বপ্নের মৃত্যু হয় ছোট মশার কামড়ে।

আর আপনি ভাবেন—
আমিতো বড় কোন ভুল করিনি
জীবনটা এমন এলোমেলো হল কেন?

জীবনের পতন কখনো দৌড়ে আসে না।
ওটা আসে ধীরে ধীরে, পায়ে পায়ে,
একেকটা ছোট চয়েসের হাত ধরে।

তাই জীবনের ছোট চয়েজগুলোর ব্যাপারে সতর্ক হন।
আপনার ভবিষ্যৎ আজকের ছোট চয়েজের উপর ডিপেন্ড করছে।

Your future isn’t built in the future- it’s built today, choice by choice, daily
-Coach Kanchon

আপনার জীবনের ‘মশা-চয়েস’ লিস্ট করুন—
এমন ৫টি অভ্যাস, যেগুলো খুব সামান্য মনে হয়—
কিন্তু যার প্রতিদিনের কামড় আপনার ভবিষ্যৎকে রক্তশূন্য করে দিচ্ছে।

সিটি কর্পোরেশন এর মতো আপনিও হাতে নিন মশা নিধন কর্মসূচি।
চিনে ফেলুন, নির্মূল করুন।

আপনার কোন মশা আপনার স্বপ্নগুলো কামড়ে ফেলছে প্রতিদিন?
কমেন্টে লিখুন

related posts:


জীবনকে কীভাবে সাজাবো ?


যে অদৃশ্য ঋণে ব্যবসায়ীরা দেউলিয়া হয়


বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? বাংলাদেশ কততম সুখী দেশ?

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}

Get in touch

>
Success message!
Warning message!
Error message!